|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৩ ০৬:১৬ অপরাহ্ণ

অস্টেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইনিংস থামল ৩০৬ রানে


অস্টেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইনিংস থামল ৩০৬ রানে


বাংলাদেশের স্কোরবোর্ডের দিকে তাকালে আপনার একটা মিশ্র অনুভূতি কাজ করবে। হতাশ হতেও দুইবার ভাববেন। আবার খুশি হতে গিয়েও একই অবস্থা হবে। হতাশ হতে দুইবার ভাববেন কারণ, ওপর থেকে নিচ পর্যন্ত সব ব্যাটারই তো রান পেয়েছেন।

তাহলে খুশি হতে গিয়ে কেন একটু ভ্রু কুঁচকাবেন? কারণ ক্রিকেটে একটা কথা আছে, ইনিংস ভালোভাবে শুরু করলে সেটা নির্দিষ্ট ব্যাটারকে টেনে নিতে হয়। বাংলাদেশের সব ব্যাটারই ভালো শুরু পেয়েছেন। কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া একজনও ইনিংস বড় করতে পারেননি।

হৃদয়ের ইনিংসে যাওয়ার আগে শুরু থেকে একটু দেখা যাক। দুই ওপেনারই দুরন্ত শুরুর পরও হতাশ করেছেন। দুজনেই আউট হয়েছেন ৩৬ রানের ইনিংস খেলে। তানজিদ হাসান তামিমের ইনিংসে ৬ চার। লিটনের ইনিংসে ৫ চার।


ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ৭৬ রান। লিটন-তানজিদ মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। তিনি রানআউট হয়ে ফিরেছেন ৪৫ রান করে। এরপর উইকেটে আসা মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ৩২ রানে। রানআউট হওয়ার আগে তাঁর ২৮ বলের ইনিংসে ৩ ছক্কা ও এক চার।

কিন্তু দুর্দান্ত খেলতে থাকা মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সর্বোচ্চটা বাংলাদেশ পেল কই?

একই পথে হেঁটেছেন মুশফিকুর রহিম। তাওহিদের সঙ্গে তাঁর ইনিংসটি যখন বড় হবে ভাবা হচ্ছিল, সেই মুহূর্তে মুশফিক আউট হয়েছেন ২১ রানে। ব্যাটারদের ইনিংসের পূর্ণতা দিতে না পারার মাঝে তাওহিদ খেলেছেন ৭৪ রানের ইনিংস। পাঁচ আর দুই ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৯ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছে ৩০৬ রানের সংগ্রহ। এখন কাজটা বোলারদের।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫