|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

অ্যাঙ্কেলে চোট কাটিয়ে মাঠে ফিরবেন কবে মেসি?


অ্যাঙ্কেলে চোট কাটিয়ে মাঠে ফিরবেন কবে মেসি?


কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল। লিওনেল মেসিরও শেষ কোপা। এরপর আর লাতিন আমেরিকার শ্রেষ্ঠতের লড়াইয়ে দেখা যাবে না। এমন ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। গোল শূন্য দুই ফাইনালিস্টের ম্যাচ সময় গড়িয়েছে তখন ৬৩ মিনিট।  এমন সময় কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের কাছ থেকে বল নিতে যাওয়ার সময় হঠাৎ করেই মাঠে পড়ে যান আর্জেন্টাইন মহাতারকা মেসি। এরপর আর কিছুতেই উঠতে পারছিলেন না। এ সময় ব্যথায় রীতিমতো কাতরাচ্ছিলেন এই ফুটবল জাদুকর। 

 

মেসির এমন বাজে পরিস্থিতি দেখে দ্রুত মাঠে আসেন আর্জেন্টিনা দলের চিকিৎসক। কিছুক্ষণ চিকিৎসা দিয়ে মেসিকে সারিয়ে তোলার চেষ্টাও করা হয়। তবে কিছুতেই কোনো কিছু হয়নি। শেষ পর্যন্ত মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ চলার সময় একপর্যায়ে মেসিকে হতাশায় কাঁদতেও দেখা গেছে।ম্যাচ শেষে আর্জেন্টিনার শিরোপা জয়ের ছবির পাশাপাশি মেসির ফুলে যাওয়া অ্যাঙ্কেলের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পর থেকে ভক্ত-সমর্থকদের অনেকের প্রশ্ন, চোট কাটিয়ে মেসি ফিরবেন কবে?  

 

এই মুহূর্তে আন্তর্জাতিক কোনো খেলা নেই আর্জেন্টিনার। তবে মেসির ক্লাব ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শিকাগোর বিপক্ষে। জানা গেছে ওই ম্যাচে থেকে ছিটকে পড়েছেন এলএম এন। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের পর জানা যাবে আগস্টের শেষ দিকে সিনসিনাটির বিপক্ষে ম্যাচটিতে তিনি খেলতে পারবেন কি না। এদিকে আগামী ২৭ জুলাই লিগস কাপে ২৭ পুয়েবলার বিপক্ষে এবং ৩ আগস্ট টাইগার্সের বিপক্ষে ম্যাচেও মেসি খেলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। তেমনটি হলে অহিওতে ২৪ জুলাই এমএলএস অলস্টারের ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে।


মেসির চোটের ধরন অনুযায়ী সরে উঠতে সাধারণত ২০ দিনের মতো লাগে। তবে অ্যাঙ্কেলের লিগামেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ফেরার সময় আরও দীর্ঘায়িত হবে। চোটে পড়ায় দলের চিকিৎসকেরা মেসিকে প্রাথমিক চিকিৎসা দিলেও হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল তার। এমনকি ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের খেলোয়াড়েরা যখন সাইডলাইনে জড়ো হন, তখনো মেসির হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। এ সময় কোচিং স্টাফের সাহায্য নিতে দেখা গেছে তাকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫