চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। তার ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম টেস্টে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে তার ব্যাটিং করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাওয়ালপিন্ডিতে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম।
ইনিংসের ৫৩তম ওভারের সময় মিস্টার ডিপেন্ডেবল কাঁধের চোটে পড়েছেন। হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছিলেন। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন। সেখানেই আঘাত পান তিনি।
তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন বাংলাদেশ দলের চিকিৎসক। কিন্তু মিনিটখানেক পরেই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই ছাড়তে হয় মাঠ।
তার ইনজুরির ধরন নিয়ে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে যেভাবে মাঠ ছেড়েছেন তাতে দ্বিতীয় টেস্টে তার ব্যাট করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫