|
প্রিন্টের সময়কালঃ ০৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ০৪:২৯ অপরাহ্ণ

গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল


গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল


গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার ঘণ্টার অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বুধবার সকাল ৮টা থেকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ শুরু করেন।
 

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, দুপুর ১২টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন এবং সড়ক থেকে সরে যান।
 

নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) কারখানার সুইং সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, ভোর ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় তিনি অটোরিকশা ও ট্রাকচাপায় নিহত হন।
 

এ ঘটনার পর শ্রমিকরা দ্রুত ট্রাকচালককে গ্রেপ্তারসহ কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে ছিল—নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ, কর্মঘণ্টা সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা করা, বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া, ইফতারের পর অতিরিক্ত ডিউটি বাতিল, ঈদের ছুটি ১০ দিন করা, ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ এবং পর্যাপ্ত ফেস পাঞ্চ মেশিন স্থাপন।
 

মহাসড়ক অবরোধের ফলে যাত্রীরা এবং চালকরা তীব্র ভোগান্তিতে পড়েন। অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দেন।
 

পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫