|
প্রিন্টের সময়কালঃ ১২ নভেম্বর ২০২৫ ০১:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০৮:০৩ অপরাহ্ণ

মাদারগঞ্জে সরকারি অফিস বন্ধ করে দিনব্যাপী অবস্থান: গ্রাহকরা আমানত প্রত্যাশা করছে


মাদারগঞ্জে সরকারি অফিস বন্ধ করে দিনব্যাপী অবস্থান: গ্রাহকরা আমানত প্রত্যাশা করছে


মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:


 

জামালপুরের মাদারগঞ্জে টাকা উদ্ধারের দাবিতে উদ্ধার সহায়ক কমিটি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে। বেলা ১১টায় কমিটি সদস্যরা উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বাইরে করে অফিসগুলিকে সাময়িকভাবে বন্ধ করে দেন এবং উপজেলা পরিষদ চত্বরে হাজারো গ্রাহকের উপস্থিতিতে অবস্থান নেয়া হয়।
 

কর্মসূচীতে উপস্থিতরা বলেন, গত দুই বছর ধরে প্রায় ৩০টি সমবায় সমিতির ৩২ হাজার গ্রাহকের আমানত ফেরত না পেয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকে হতাশায় পরিবার-পরিজন নিয়ে জীবিকার তাগিদে ঝুঁকির মধ্যে পড়েছেন।
 

দিনের সভায় টাকা উদ্ধার সহায়ক কমিটির সদস্য আব্দুর রহিম (সোনা মোল্লা) ও মাহবুব আলম রতন বক্তব্য রাখেন। কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু বলেন, “টাকা না ফেরত পাওয়ার ফলে অর্ধশত গ্রাহক প্যারালাইজড বা ক্যান্সারসহ মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন বহু গ্রাহক — সংখ্যা প্রায় পাঁচ হাজার। আমরা ইউএনও অফিস অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবো। যদি ইউএনও আমাদের চ্যালেঞ্জ করেন এবং বাহিনী পাঠাতে চান, আমরা সেই সিদ্ধান্তের জবাব দেব। কোন আইনে কাজ করছেন, আপনার ক্ষমতার সীমা কত—এগুলো আমরা পরীক্ষার মুখোমুখি করব।”
 

রাজু আরও বলেন, “এই গ্রাহকদের টাকা নিয়ে হেলা-ধোঁকা চলতে পারে না। মানুষকে প্রতিদিন মৃত্যুর পথে ঠেলে দেওয়া আর তাদের পরিবারকে ভেঙে ফেলা আমরা গ্রহণ করবো না। আমরা আমাদের দাবিতে অব্যাহত থাকবো।”
 

তারা জানায়, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে এবং সবাই নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫