জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দিয়েছে বিএফআইইউ

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিএফআইইউ দলটির সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকলে তা–ও বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিএফআইইউ গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।
এই প্রজ্ঞাপন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিমা প্রতিষ্ঠান, মানি চেঞ্জার, স্টক ডিলার ও ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, সম্পদ ব্যবস্থাপক, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), সমবায় সমিতি, আবাসন কোম্পানি, আইনজীবী ও হিসাববিদদের কাছেও পাঠানো হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক গেজেটের মাধ্যমে এই দলকে নিষিদ্ধ ঘোষণা করে। ওই গেজেটে বলা হয়, সরকারের কাছে প্রতীয়মান হয় যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের জঙ্গি দলটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলার পরিপন্থী। দলটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বিএফআইইউর প্রজ্ঞাপনে বলা হয়, এই দলের কোনো হিসাব থাকলে তা সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী অবরুদ্ধ করতে হবে এবং ব্যবসায়িক সম্পর্ক থাকলে তা বন্ধ করে এই ইউনিটকে জানাতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫