|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৩:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ

রাশিয়াকে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে উৎসাহ দেবে ট্রাম্প  


রাশিয়াকে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে উৎসাহ দেবে ট্রাম্প  


ন্যাটোভুক্ত যেসব দেশ প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ খরচ করবে না, সেসব দেশে যদি রাশিয়া হামলা চালাতে চায় তাহলে তাদের হামলা চালাতে দেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । শনিবার দক্ষিণ ক্যারোলিনাতে এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের। 

 

সামরিক জোট ন্যাটোতে যেসব দেশ রয়েছে, সেসব দেশকে তাদের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয়। মূলত সামরিক দিক দিয়ে নিজেদের শক্তিশালী থাকতে এমন নিয়ম রাখা হয়েছে। ট্রাম্প তাঁর জনসভায় উপস্থিত সমর্থকদের জানান, ন্যাটোর একটি ‘বড় দেশের’ নেতা তাঁকে বলেছিলেন, রাশিয়া যদি তাঁর দেশের ওপর হামলা চালায়, তাহলে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কিনা। এর জবাবে ওই নেতাকে তিনি বলেছিলেন, আপনি অর্থ দেননি? আপনি অপরাধী? না আমি আপনাকে রক্ষা করব না। এমনকি রাশিয়ার যা মনে চায়, তা করতে তাদের আমি উদ্বুদ্ধ করব। আপনাকে অর্থ দিতে হবে। আপনাকে আপনার অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন, যখন কিছু দেশ আশঙ্কা করছে ইউক্রেনের পর এখন তাদের দেশে হামলা চালানোর নির্দেশ দেবেন পুতিন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫