|
প্রিন্টের সময়কালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৫:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০১:৩৭ অপরাহ্ণ

গাজার ১৬ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক


গাজার ১৬ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক


অনলাইন ডেস্ক:

 

গাজার লাখ লাখ মানুষ ইসরায়েলের হামলা ও মানবিক সহায়তা বন্ধের কারণে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের আইপিসি রিপোর্ট অনুসারে, আগামী এপ্রিল পর্যন্ত এক লাখের বেশি শিশু এবং ৩৭ হাজার অন্তঃসত্ত্বা নারী তীব্র অপুষ্টিতে ভুগতে হবে।
 

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন, গাজার কমপক্ষে ১৬ লাখ মানুষ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত খাদ্য সংকটের মধ্যে থাকবে। তিনি সতর্ক করেছেন, দুর্ভিক্ষ মোকাবিলার অগ্রগতি ভঙ্গুর, কারণ হামলায় অবকাঠামো ধ্বংস এবং স্থানীয় খাদ্য উৎপাদনে ক্ষতি হয়েছে। গাজার মাত্র ৫০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র আংশিকভাবে কার্যকর রয়েছে।
 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি চিকিৎসা ও নিবিড় পরিচর্যা পরিষেবার ঘাটতির কারণে দুই লাখ রোগী জরুরি চিকিৎসা, এক লাখ রোগী অস্ত্রোপচার এবং ৭০০ রোগী নিবিড় পরিচর্যা থেকে বঞ্চিত।
 

এক তরুণী মা হাদিল আল ঘেরবাউই ২০২৩ সালের যুদ্ধের সময় সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি জানান, তার পরিবার ১৩ বার বাস্তুচ্যুত হয়েছে এবং স্বামীর বাড়ি ধ্বংস হয়েছে। বোমা হামলার ভয়াবহতা তাকে আল-শিফা হাসপাতালে পালাতে বাধ্য করেছে।
 

অপরদিকে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, এটি ফিলিস্তিন রাষ্ট্রের স্থায়িত্বকে হুমকির মুখে ফেলে। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম হুঁশিয়ারি দিয়েছেন, হামাস ও হিজবুল্লাহ অস্ত্র বিসর্জন না দিলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
 

এছাড়াও, ডিসেম্বরের শুরু থেকে ২১ দিনে সিরিয়ায় ৪২ বার ইসরায়েলি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সিরিয়ার সরকারি সংস্থা সানা জানিয়েছে, সর্বশেষ রোববার কুনেইত্রার উত্তরাঞ্চলীয় আদনানিয়াহ পয়েন্টে দুটি সামরিক যানবাহন নিয়ে ইসরায়েলি টহল দল অনুপ্রবেশ করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫