বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার হলো লুটের ১৯টি গরু

নেত্রকোনার মদনে হাওরের সড়ক থেকে ২৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এক বিএনপি নেতার বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করেছে। উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈম মুহাম্মদ নাহিদ হাসান গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার বিকেলে, যখন মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সড়ক থেকে গরুগুলো লুট করা হয়। জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুরী থেকে এক নারী পিকআপে ১৯টি গরু নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিলেন। গোবিন্দশ্রী সড়কে পৌঁছালে স্থানীয় কিছু লোক পিকআপ থামিয়ে গরুগুলো নিয়ে যায়। একই দিন অপর এক ব্যক্তি ৫টি গরু পিকআপে করে খালিয়াজুরী থেকে নান্দাইল নিয়ে যাচ্ছিলেন, এবং গোবিন্দশ্রী সড়ক থেকে সেগুলোও লুট হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত অভিযান শুরু করে এবং গরুগুলো উদ্ধার করে।
রাতে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্নার বাড়ি থেকে ১৯টি গরু উদ্ধার করা হয়, এবং বাকি গরুগুলো অন্য নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
গরুগুলো উদ্ধারে স্থানীয় জামায়াতের রোকন সদস্য দিলোয়ার হোসেন, জামায়াত কর্মী হাফেজ জাকারিয়া, রুমান মিয়া, আবুল বাশার, তৈয়মুল আলম বাপ্পি, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট, বিএনপি নেতা আমজাদ হোসেন সুজাত, যুবদল নেতা জুসেফ আহমদ ভুট্টো, ও ছাত্রদল নেতা আল-রাব্বী রবিন সহ অন্যান্যরা যৌথ বাহিনীকে সহায়তা করেন।
গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট বলেন, "কিছুদিন আগে খালিয়াজুরীতে যে সংঘাত হয়েছিল, তার জেরেই তাদের গরু ভুল করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে জানা যায়, এগুলো অন্যদের গরু।"
অভিযানে সহায়তাকারী দিলোয়ার হোসেন জানান, "লুট হওয়া গরুগুলোর মধ্যে ১৯টি বিএনপি নেতা মান্নার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বাকিগুলো অন্য নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে অনেক মানুষ হামলা চালানোর চেষ্টা করেছিল।"
এদিকে, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্না দাবি করেন, "গরু মালিকের ঝামেলা এড়ানোর জন্য তিনি সেগুলো তার বাড়িতে নিরাপদে রেখেছিলেন। পরে জানতে পারেন, মালিক তার আত্মীয়।"
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ভুক্তভোগী নারী তার ১৯টি গরু খালিয়াজুরীতে এক আত্মীয়ের বাড়িতে দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি সংঘর্ষের কারণে তিনি ফেরত নিতে যাচ্ছিলেন। গোবিন্দশ্রী এলাকায় পিকআপ থামিয়ে গরুগুলো কে বা কারা নিয়ে যায়। এরপর পুলিশ ও সেনাবাহিনী একযোগে অভিযান চালিয়ে সব গরু উদ্ধার করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫