কালীগঞ্জে বিএনপি, ইসলামিক ফ্রন্ট ও গণফোরামের মনোনয়নপত্র সংগ্রহ
গাজীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপি, বৃহত্তর সুন্নী জোটভুক্ত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও গণফোরাম—এই তিন দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বিএনপি মনোনীত প্রার্থী, দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবীর মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আশরাফি হাবিবুল্লাহ, মো. সোলেমান আলম এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান।
বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সহ-সভাপতি ডা. মো. আজমল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও মাওলানা মো. আওলাদ হোসেন।
এ ছাড়া গণফোরাম মনোনীত প্রার্থী মো. সোহেল মিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. মেজবাহ উদ্দিন।
এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু বলেন, আসন্ন নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে এই আসনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া খোকন বলেন, মাওলানা মো. আল-আমিন দেওয়ান একজন যোগ্য প্রার্থী। ভোটারদের সমর্থন পেলে তিনি সংসদীয় আসনকে শিল্প-সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি চেয়ার প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫