সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্ল্যান বিষয়ে মতামত প্রদানের আহ্বান
পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রণীত ‘সেন্টমার্টিন মাস্টার প্ল্যান’-এর খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে (www.moefcc.gov.bd) প্রকাশিত এই খসড়ার ওপর নাগরিকদের মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া মাস্টার প্ল্যানের বিষয়ে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের env2@moefcc.gov.bd ই-মেইলে লিখিত মতামত পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এছাড়া ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ২০২৫’ শীর্ষক খসড়ার ওপরও একই তারিখের মধ্যে env3@moefcc.gov.bd ঠিকানায় মতামত পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সবার মতামত ও অংশগ্রহণের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পরিবেশগত সম্পদ সেন্টমার্টিন দ্বীপকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে বলে মন্ত্রণালয় আশা করছে।
সূত্র: বাসস
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫