|
প্রিন্টের সময়কালঃ ২৭ জুলাই ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ০৪:০৫ অপরাহ্ণ

জাতীয় নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের আহ্বান


জাতীয় নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের আহ্বান


জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগ্রহী বেসরকারি সংস্থাগুলোকে ১০ আগস্টের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 

শনিবার (২৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ১৬ নম্বর ধারার আওতায় আগের নিবন্ধিত ৯৬টি সংস্থার অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ফলে নতুন নীতিমালার আওতায় যোগ্য সংস্থাগুলোর কাছ থেকে পুনরায় আবেদন আহ্বান করা হচ্ছে।
 

আবেদনকারীদের নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম (ইও-১) পূরণ করে আগামী ১০ আগস্ট, রোববার, বিকেল ৫টার মধ্যে ইসির সিনিয়র সচিবের বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় ফরম ও নীতিমালার অনুলিপি ইসির ওয়েবসাইট (www.ecs.gov.bd) এবং সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নম্বর ১০৫) থেকে সংগ্রহ করা যাবে।
 

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ আনুষ্ঠানিকভাবে জারি করে নির্বাচন কমিশন। এতে ২০২৩ সালের পুরোনো নীতিমালা বাতিল করা হয় এবং পূর্বের নিবন্ধিত সংস্থাগুলোর অনুমোদন বাতিল বলে গণ্য হয়।
 

নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন পদ্ধতি প্রথম চালু হয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সময়। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ১ লাখ ৫৯ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৯ হাজারের মতো পর্যবেক্ষক এবং ২০১৮ সালে একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার প্রায় ২৬ হাজার পর্যবেক্ষক মাঠে ছিলেন। সর্বশেষ, ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে ৮০টি সংস্থার ২০ হাজারের বেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে যুক্ত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫