কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সমাজবিজ্ঞান এ্যালামনাই এসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "সমাজবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন" এর উদ্যোগে মাহে রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর কান্দিরপাড়স্থ গোল্ডেন স্পুন কনভেনশন হলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাবিবুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কবির উদ্দিন আহমেদ, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বর্তমান নায়েম প্রশিক্ষণ বিশেষজ্ঞ তপন ভট্টাচার্য্য, প্রাক্তন সহযোগী অধ্যাপক জিএমএম মিজানুর রহমান ভুঁইয়া।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জামাল আহমেদ মোল্লার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ইউসুফ আলীসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমতিয়াজ আহমেদ, ইসমাইল নবী শাওন, মেহেদী হাসান তানিম, ইব্রাহীম খলিল সোপন, ফাতেমা আক্তার, মিজানুর রহমান, প্রচার সম্পাদক ওসমান সরকার প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোঃ জিয়াউর রহমান।
এ সময় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হামিমা আক্তার, ইসরাত জাহান, এনামুল হক,হাবিবুর রহমান,আবু জাফর শাহরিয়ার তুহিন,সোহাগ,অভি,জিয়াউর, জাহাঙ্গীর আলম সহ ১৯৯৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অধ্যায়নরত প্রাক্তন প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫