|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৬:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার


চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার


ঢাকা প্রেস
বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম সদর প্রতিনিধি:-


 

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে এসব নথি উদ্ধার করা হয়।
 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে এবং বর্তমানে অভিযান চলছে। তিনি আরও জানান, বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
 

এর আগে, রোববার (৫ জানুয়ারি) ১ হাজার ৯১১টি মামলার নথি নিখোঁজের ঘটনায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 

জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। স্থান সংকটের কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১ কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল।
 

জিডিতে আরও উল্লেখ করা হয়, ১২ ডিসেম্বর মহানগর কোর্টের সর্বশেষ ভেকেশন কোর্টের পর থেকে ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই নথিগুলো হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি, ফলে থানায় ডায়েরিভুক্ত করার জন্য আবেদন করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫