পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে: রিজওয়ানা হাসান

ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধি:-
পরিবেশ রক্ষা নিশ্চিত করেই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, হাওরের বোরো ধান রক্ষায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। বাঁধ নির্মাণের কাজ সময়মতো শেষ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বরাদ্দকৃত অর্থের অপব্যবহার বা এমন প্রকল্প নেওয়া হবে না যা পরিবেশের ক্ষতি করতে পারে। এক কথায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করেই বাঁধ নির্মাণ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, "আমাদের সজাগ থাকতে হবে যাতে বড় ধরনের বন্যার আগেই কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারেন।"
এ সময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি টাঙ্গুয়ার হাওরের বাঁধসহ অন্যান্য হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ বছর ১৩৪টি হাওরের বোরো ধান রক্ষায় প্রায় ১,৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫