|
প্রিন্টের সময়কালঃ ০৩ জুলাই ২০২৫ ০৩:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৫ ০১:০৩ অপরাহ্ণ

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন


রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন


রংপুর প্রতিনিধি:-

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক পথসভায় এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
 

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় নাহিদ ইসলাম বলেন, “কাউনিয়া ও পীরগাছার পক্ষ থেকে আখতার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থানে পথে নেমেছিলাম—সেই সংগ্রামে আখতার হোসেন অগ্রসেনানী হবেন।”
 

এ সময় তিনি আখতারের হাত তুলে ধরে উপস্থিত জনতার কাছে তার পাশে থাকার প্রতিশ্রুতি চান।
 

আখতার হোসেনের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে নাহিদ ইসলাম আরও বলেন, “আপনাদের এলাকার সন্তান আখতার হোসেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছেন, বহুবার কারাবরণ করেছেন। তিনি দেশের স্বাধীনতার লড়াইয়ে জীবন উৎসর্গকারী একজন সাহসী সৈনিক। আজ সেই গর্বিত সন্তান আপনাদের সামনে দাঁড়িয়ে আছে—তাকে আরও শক্তিশালী করে তোলা এখন আপনাদের দায়িত্ব।”
 

পথসভাটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে আরও বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 

এর আগে ‘জুলাই পদযাত্রা’র সূচনা হয় পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। দিনভর কর্মসূচির শেষপর্ব অনুষ্ঠিত হয় রাতে, রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক জমজমাট জনসমাবেশের মাধ্যমে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫