ডিপ্রেশন বড়লোকের বিলাসিতা, গ্রামের মানুষ এটা চেনে না : নওয়াজউদ্দিন

‘ডিপ্রেশন শহরের শব্দ। বড়লোকদের বিলাসিতা। যারা জীবনযুদ্ধে ব্যস্ত, তাদের জীবনে এসবের অস্তিত্ব নেই।’ এক সাক্ষাৎকারে সম্প্রতি ‘মানসিক অবসাদ’র মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
ম্যাশেবল ইন্ডিয়াতে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, গ্রামের মানুষ ডিপ্রেশন চেনে না। যদি কখনো বাবাকে বলতাম যে ‘ডিপ্রেশন ফিল করছি’, বাবা কষে চড় বসিয়ে দিতেন। ডিপ্রেশন সেখানে ছিল না, কারোই হতো না ডিপ্রেশন। সবাই সেখানে সুখী।
কিন্তু শহরে এসে উদ্বেগ, বিষণ্ণতা, বাইপোলার সম্পর্কে জেনেছি।
এই অভিনেতা বলেন, শহরে এসে এসব হয়। এখানে মানুষ অনেক ছোট আবেগকেও বড় করে দেখে।
নওয়াজউদ্দিন আরো বলেন, যদি কোনো শ্রমিক কিংবা ফুটপাতে ঘুমায় এমন কাউকে জিজ্ঞেস করেন ডিপ্রেশন কী? তারা বলতে পারবে না।
কারো যখন পয়সা হয়, তখন এ ধরনের অসুখ হয়।
মুক্তির অপেক্ষায় আছে নওয়াজউদ্দিনের রোমান্টিক কমেডি ‘জোগিরা সারা রা রা’। সিনেমাতে নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে। এটি ২৬ মে মুক্তি পাবে। এ ছাড়া ‘ইমার্জেন্সি’ ও ‘আফওয়াহ’ নামের দুটি সিনেমায়ও দেখা যাবে নওয়াউদ্দিনকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫