ঢাকা-সিলেট রুটে কালনি ও জয়ন্তিকা এক্সেপ্রেসের যাত্রা বাতিল

লভীবাজারে ঝড়ে রেললাইনে গাছ পড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (২০ মে) ভোর ৪টার দিকে রেললাইনের ওপর গাছ পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট থেকে ঢাকাগামী কালনি ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা ও ঢাকা থেকে সিলেটগামী ওই দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন।
জানা গেছে, মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ে ট্রেন লাইনের ওপর গাছ উপরে পরে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে টিলার দিকে উঠে যায়। এতে ইঞ্জিনের পাশে থাকা খাবার গাড়ি ও একটি যাত্রীবাহি বগি উল্টে যায়। এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
পরে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, কমলগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। এসময় বগিতে থাকা আহতদের ফায়ার সার্ভিসের লোকেরা উদ্ধার করে নিয়ে যায়। ট্রেন উদ্ধার কাজ এখনও শুরু হয়নি। কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছেছে।
ট্রাফিক ইন্সপেক্টর তৌফিক আহমদ বলেন, ‘আজ সন্ধ্যা নাগাদ উদ্ধার করা যাবে কি না সন্দেহ রয়েছে।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫