মেসি-নেইমার: মাঠের বাইরেও অটুট বন্ধুত্ব

মেসি-নেইমারের বন্ধুত্ব কারো অজানা নয়। দুজনই একসময় খেলেছেন বার্সেলোনা ও পিএসজির হয়ে। এখন অবশ্য দুজনের ঠিকানা আলাদা। আলাদা হলেও কথা হয় নিয়মিত। মেসি এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলেন এবং সৌদি ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার। যদিও চোটের কারণে মৌসুমের বেশির ভাগ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। দুইজনের দূরত্ব থাকলেও, যোগাযোগ কমেনি মেসি ও নেইমারের। ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই তারকার কথা হয় নিয়মিতই।
সম্প্রতি ব্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন নেইমার
কিছুদিন আগে রোনালদোর ক্লাব আল নাসরকে হারিয়ে আল হিলাল কিংস কাপ জেতার পর তাকে মেসি মেসেজ পাঠিয়েছেন বলেও জানান ব্রাজিলিয়ান এই পোস্টারবয়। সেখানে নেইমার বলেন, ‘আমরা অনেক অনেক দূরে, কিন্তু আমাদের ভেতর অনেক কথা হয়। শিরোপা জেতার পরও সে আমাকে মেসেজ পাঠিয়েছে। আমরা একজন অন্যজনকে নিয়ে খুব খুশি।’
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে গ্যালারিতে বসে ফাইনালের দিন রোনালদোকে ‘খেপানোর’ জন্য নেইমার ‘মেসি’, ‘মেসি’ বলে চিৎকার করেছেন। একই সাক্ষাৎকারে মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে নেইমার আরো বলেন, ‘মেসি অনেক ভালো একজন মানুষ। আমার জন্য আয়নার মতো। সে দারুণ এক আদর্শ। এর বাইরেও আমরা ভালো বন্ধু।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫