|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০৮:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ

ইসকন নেতা গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল


ইসকন নেতা গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডিবি অফিসে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট, কুড়িগ্রাম।

 

সোমবার (২৫ নভেম্বর) রাতে এই প্রতিবাদ মিছিলটি পৌর শহরের কালিবাড়ি থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

 

মিছিলে অংশগ্রহণকারীরা “জেগেছে রে জেগেছে হিন্দুরা জেগেছে”, “কথায় কথায় বাংলা ছাড় চলবে না চলবে না”, “মুক্তি চাই মুক্তি চাই চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই”—এই ধরনের স্লোগান দেন। শতাধিক ইসকন সমর্থিত ব্যক্তি এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু, সমন্বয়ক দীপক তরফদার, সাগর বণিক, প্রদীপ বণিক, অলক দাশ, রতন রায়সহ অন্যান্য নেতাকর্মীরা।

 

মিছিল শেষে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু বলেন, “আমাদের সংগঠনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে ডিবি পুলিশ আটক করেছে। দ্রুত আমাদের নেতাকে মুক্তি না দিলে আমরা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কঠোর কর্মসূচি পালন করবো।'


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫