পলাশবাড়ীতে ৩১ দফা তুলে ধরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:--
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্যতম ইউনিট গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ও পৌর শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ছাত্র সমাবেশ যোগদানের আগ মূহুর্তে পলাশবাড়ী পৌর শহরের সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
২ ডিসেম্বর সোমবার সকাল হতে পলাশবাড়ী সরকারি কলেজ,পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ,পলাশবাড়ী আর্দশ কলেজ,পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় ৩১ দফা তুলে ধরে ক্যাম্পাস নিরাপদ করতে করনীয় গুলো তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাজমুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ,যুগ্ন সাধারণ সম্পাদক জামিল হোসেন মোরসালিন। এসময় গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জিম,সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ উপজেলা,কলেজ, পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫