|
প্রিন্টের সময়কালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০১:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৬:২৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের শাসনামলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: সুলতান সালাউদ্দিন টুকু


আওয়ামী লীগের শাসনামলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: সুলতান সালাউদ্দিন টুকু


ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ২৬ হাজার মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 

তিনি বলেন, "ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ফ্যাসিবাদী সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে। বিগত সময়ে আমরা ভোট দিতে পারিনি। ভোট একটি নাগরিক অধিকার। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নিরলসভাবে কাজ করছে।"
 

টুকু আরও জানান, গত ১৫ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ২৬ হাজার মামলা দায়ের করা হয়েছে। তবে এ ধরনের দমনপীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। "দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে," বলেন তিনি।
 

সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, "অনেকেই বলছেন সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা বলতে চাই, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি চলবে। তবে নির্বাচন জনগণের অধিকার। জনগণই তাদের পছন্দমতো সরকার প্রতিষ্ঠা করবে। দেশের মালিক কেবল জনগণ।"
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫