কাগজ হয়ে যায় টাকা! এই অবিশ্বাস্য দৃশ্যই বাসেদ মাহামুদকে বানিয়েছে একজন জাদুশিল্পী

ঢাকা প্রেস নিউজ (বার্তা কক্ষ):-
"কাগজ থেকে টাকা!" কে না চায় এমন এক জাদু? এই অবিশ্বাস্য কাজটাই করে দেখিয়ে চমকে দেন জাদুশিল্পী বাসেদ মাহামুদ।
কাগজকে টাকায় পরিণত করার অসাধ্য কাজকে সত্যি করে দেখিয়েছেন বাসেদ মাহামুদ। এই অবিশ্বাস্য ক্ষমতাই তাকে বানিয়েছে একজন বিখ্যাত জাদুশিল্পী। ১৯৯১ সাল থেকে জাদুর মায়াজালে নিমজ্জিত এই যুবক দেশের প্রতিটি ঘরে ঘরে পরিচিত মুখ।
দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে তার জাদুশো প্রচারিত হলে দর্শকরা তাক লাগিয়ে তাকিয়ে থাকেন। শুধু দেশেই নয়, বিদেশেও তার জাদুর জৌলুস ছড়িয়ে পড়ে।
জাদুর জগতে তিনি একজন নেতা। প্রফেশনাল ম্যাজিশিয়ান'স ক্লাব বাংলাদেশের সভাপতি ও জাদুশিল্পী ঐক্য কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে তিনি দেশের জাদুশিল্পীদের কল্যাণে কাজ করছেন।
ব্যস্ততার মাঝেও তিনি সবার সহযোগিতা কামনা করেন। জাদুর এই জগতে তিনি আরো অনেক কিছু করতে চান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫