সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা

গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মামলায় মানহানির ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
বাদী তানভীর সিরাজ জানান, অপরাধী চক্রের ভিডিও ধারণ করার কারণে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু ঘটনাটি না জেনেই সারজিস আলম ফেসবুকে বিএনপিকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। ইতোমধ্যেই জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছেন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী তিনি এই মামলা করেছেন।
গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫