|
প্রিন্টের সময়কালঃ ১৩ নভেম্বর ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ণ

আড়াইহাজারে নিষিদ্ধ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার: ককটেল, পেট্রোল ও বিস্ফোরক জব্দ


আড়াইহাজারে নিষিদ্ধ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার: ককটেল, পেট্রোল ও বিস্ফোরক জব্দ


বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:


 

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ ১২ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত ৪:১৫ ঘটিকায় আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরা যাওয়া পাকা রাস্তার উপর, বড় দিঘীরপাড় বিশ্বনবী একাডেমী কেজি স্কুলের সামনে অভিযান চালিয়ে নিষিদ্ধ একটি সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:

(১) মোসাঃ বীনা আক্তার (৫৬), কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি

(২) আমিনুল ইসলাম (২০)

(৩) আপন (১৯)

(৪) অনিক (১৯)

(৫) নিলয় (১৯)

(৬) নাজমুল (১৯)

(৭) ইয়ামিন ইসলাম (২০)

(৮) সালমান (১৯)

গ্রেফতারকৃতদের কাছ থেকে ককটেল, পেট্রোল, বিস্ফোরক, টায়ার, গ্যাসলাইট এবং লাঠিসোঠা উদ্ধার করা হয়েছে। তারা ১৩ নভেম্বর ঢাকায় নিষিদ্ধ সংগঠনের লকডাউন কর্মসূচী বাস্তবায়নের জন্য রাষ্ট্র ও সরকারি সম্পত্তি ক্ষতিসাধন, রাস্তা অবরোধ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিল।
 

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এর নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মোঃ মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানা অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশ দল অভিযান পরিচালনা করেছে।
 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, মোসাঃ বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদী জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ৩টি হত্যা মামলা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫