সিইপিজেডস্থ আদমস টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা, নিখোঁজ ২/৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আদমস টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর থেকে শর্ট সার্কিটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ৯টি ইউনিট কাজ করে দীর্ঘ ৬/৭ ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ৫ নম্বর সড়কের আদমস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক ঐ কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি এই প্রতিবেদক কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, কারখানাটি মূলত তোয়ালে উৎপাদন করে। দুপুর ২টা ১০ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস।
তিনি আরও জানান, ঘটনাস্থলে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ স্টেশনে ৯টি ইউনিট কাজ করছে।
সর্বশেষ রাত সাড়ে আটটায় ও আগুন নিয়ন্ত্রণ আনতে না পারায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যোগদান করেছেন বলে বেপজার নিরাপত্তা ও অফিস সূত্রে জানায়। তবে কোন হতাহতের খবর দেয় নি এবং ১/২ জন নারী শ্রমিকের নিখোঁজ হওয়ার তথ্য ঐ কারখানার শ্রমিকরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫