|
প্রিন্টের সময়কালঃ ২৭ আগu ২০২৫ ০৯:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৫ ০১:১৮ অপরাহ্ণ

দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা, অচল সড়ক যোগাযোগ


দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা, অচল সড়ক যোগাযোগ


তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন।
 

অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের সব সড়ক বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
 

সরেজমিনে দেখা গেছে, মৎস্য ভবন থেকে শাহবাগমুখী বাসগুলো মোড় ঘুরে ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আসা যানবাহনকেও শাহবাগ অতিক্রম করতে দেওয়া হয়নি। এছাড়া কাঁটাবন মোড় থেকে শাহবাগমুখী গাড়িগুলো দীর্ঘ লাইনে আটকে পড়ে।
 

শিক্ষার্থীদের দাবিসমূহ

অবরোধকারীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন—

(১) ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ ব্যবহার বন্ধ করতে হবে।

(২) ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।

(৩) দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দিতে হবে।
 

এর আগে গতকাল মঙ্গলবারও শিক্ষার্থীরা টানা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন।
 

শিক্ষার্থীদের বক্তব্য

বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, ‘আমাদের তিন দফা দাবি আদায়ে প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করা হয়েছে। প্রয়োজনে আমরা অন্য জায়গাতেও কর্মসূচি ছড়িয়ে দেব।’
 

বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ জানান, ‘জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আগে রাতে আন্দোলন করেছি। কিন্তু দাবি না মানায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না।’
 

পুলিশের ব্যবস্থা

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, যানজট মোকাবিলায় কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রুট চালু করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫