নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনুর স্মরণ সভা অনুষ্ঠিত
আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মো. মনিরুল হক মনুর স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টায় বাইশারী বাজার সংলগ্ন দক্ষিণ বাইশারী মাঠে বাইশারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভা শুরু হয় বাইশারী ইউনিয়ন উলামা পরিষদের আহ্বায়ক মো. ইলিয়াসের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যুবনেতা মো. জাহেদ হোসেন রুবেলের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০ নং বান্দরবান আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরি।
প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরি বলেন, “মরহুম মো. মনিরুল হক মনু ছিলেন একজন ত্যাগী, সৎ ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। বাইশারী ইউনিয়নের উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক ভিত মজবুত করতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ ও নেতৃত্ব ভবিষ্যৎ রাজনীতিতে আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (ব্রিগেডিয়ার) সাচাই প্রু, যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. নেজাম উদ্দিন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আলম কোম্পানি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, উপজেলা যুবনেতা সাইফুদ্দিন বাহাদুর এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামুন।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম মনিরুল হক মনুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সামাজিক অবদান ও মানবিক গুণাবলি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন এলাকার মানুষের আস্থাভাজন একজন নেতা। তাঁর প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
স্মরণ সভায় স্থানীয় সাংবাদিকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দক্ষিণ বাইশারী মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬