|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০২:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ণ

ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


ঢাকা প্রেস নিউজ

 

ইউরোপিয়ান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় তিনজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত এই রায় দেন।

 



মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হাসিবুল হোসেন ওরফে হাসিব, শ্রাবণ ওরফে শাওন, এবং আব্দুল্লাহ আল নোমান। তবে, মামলার অপর আসামি সজনী আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত শাওন এখনও পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে।
 

এ রায়ের বিষয়ে আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর শরীফুল ইসলাম লিটন নিশ্চিত করেন।
 

মামলার বিবরণ অনুযায়ী, জিসান পড়াশোনার পাশাপাশি বাইক শেয়ারিং সেবার (পাঠাও) কাজ করতেন। ২০১৯ সালের ১২ মে বিকেলে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে তার বাবা সাব্বির হোসেন সহিদ গাজীপুরের গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং শেরে বাংলা নগর থানাতেও আরেকটি জিডি দাখিল করেন। একই বছরের ২৩ মে গাছা থানার মধ্য কামারজুড়ি এলাকায় হাসিবুল হোসেনের বাড়ির সেফটিক ট্যাংক থেকে জিসানের হাত-পা বাঁধা অবস্থায় গলিত মরদেহ উদ্ধার করা হয়।
 

ওই দিনই তার বাবা শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১২ জানুয়ারি তদন্ত কর্মকর্তা এসআই সুজানুর ইসলাম চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ৩০ মার্চ আদালত চারজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন। মামলার বিচার চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫