|
প্রিন্টের সময়কালঃ ২৮ আগu ২০২৫ ০২:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৫ ০১:২২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালু করছে ইসি


যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালু করছে ইসি


মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ চারটি অঙ্গরাজ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর থেকেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
 

ইসি সূত্রে জানা গেছে, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই কার্যক্রম চালু হবে। এ জন্য শিগগিরই দেশটিতে চারটি কারিগরি দল এবং দুটি প্রশাসনিক দল পাঠানো হবে। কারিগরি দলগুলো সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে, আর প্রশাসনিক দলগুলো সার্বিক কার্যক্রম তদারকি করবে।
 

ইসি সচিব আখতার আহমদের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কে যাবে। অন্যদিকে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন দলটি যাবে মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে। তারা ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন। ১৯ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন এবং ২৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
 

ইসি কর্মকর্তারা জানান, মার্কিন প্রবাসীদের একটি বড় অংশ স্থায়ীভাবে বসবাস করলেও অনেকেই এনআইডি পাননি, কারণ তারা দেশ ছাড়েন এ কার্যক্রম চালু হওয়ার আগে। এতে করে অনেক প্রবাসী এবং তাদের পরিবার দেশে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতা বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রবাসীদের জন্য চারটি অঙ্গরাজ্যে এনআইডি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
 

বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশনে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। যুক্তরাষ্ট্রের পর আরও তিনটি দেশে ধাপে ধাপে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫