চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত
মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বর্ণাঢ্য র্যালি, প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫। মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে খামারিদের অংশগ্রহণে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টলে গবাদিপশু, হাঁস-মুরগি ও বিভিন্ন জাতের পাখি প্রদর্শন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
-
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান,
-
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান,
-
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান,
-
উপজেলা ভেটেরিনারি সার্জন তানভীর আনজুম অনিক,
-
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ,
-
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান,
-
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান,
-
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, বিভিন্ন ইউনিয়নের ভেটেরিনারি ডাক্তার, খামারি, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গরু, মহিষ, ভেড়া, ছাগলসহ হাঁস-মুরগির মাংস, ডিম এবং দুধ পুষ্টির চাহিদা পূরণে অত্যাবশ্যক। সরকার খামারিদের উৎসাহ দিতে চিকিৎসা সেবা, কৃত্রিম প্রজনন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তারা খামারিদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত ভেটেরিনারি পরামর্শ গ্রহণের আহ্বান জানান।
প্রাণিসম্পদ উন্নয়নে প্রযুক্তি ও সচেতনতার সমন্বয়ই হতে পারে টেকসই অগ্রগতির পথ — বক্তাদের অভিমত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫