কুড়িগ্রামে হাতকড়াসহ পালানো ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলা করে হাতকড়াসহ পালানো ধর্ষণ মামলার আসামি শাহনেওয়াজ আবির রাজুকে গ্রেপ্তার করেছে র্যাব। পালানোর ৯ দিন পর মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৫ মার্চ) সকালে তাকে রৌমারী থানায় আনা হয়।
হাতকড়াসহ পালানো আসামি শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকার আলী আজগরের ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় র্যাব-১। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের মাধ্যমে পলাতক আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, রাজুর বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও পুলিশ সদস্যকে আহত করার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবারসহ তার নিজ এলাকা ছেড়ে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকায় তার খালা ও সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশে অভিযোগ দেয় ভুক্তভোগী স্কুলশিক্ষার্থীর পরিবার।
ধর্ষণ, মাদকের কারবার ও অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেপ্তার করতে গত ২৪ ফেব্রুয়ারি রাতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে যায়। তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পরায় পুলিশ।
এসময় রাজু, তার মা ও খালাতো বোন (শিরিনার মেয়ে) পুলিশের ওপর হামলা করে। এসময় এসআই আউয়ালের হাতে কামড় দেওয়া হয় ও তার অণ্ডকোষে আঘাত করা হয়। সুযোগ পেয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আউয়ালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫