১২ ঘণ্টা পার হয়ে গেলেও কৃষি মার্কেটের আগুন নির্বাপণ হয়নি

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃষি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এর প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নির্বাপণ হয়নি। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে মোহাম্মদপুরের আকাশ।
মার্কেটের ভেতরে প্রবেশ করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে আগুনের সর্বশেষ পরিস্থিতি পরীক্ষা করতে মার্কেটটির ভেতরে প্রবেশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বিজিবির দলটি মার্কেটের ভেতরে প্রবেশ করে। পুড়ে যাওয়া মার্কেটটির ভেতরে পর্যবেক্ষণ শেষে আগুনের তথ্য জানাতে পারবেন বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার রাত ৩টা ৪৩ মিনিটে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। এর ৯ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে সেখানে ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫