চাঁদপুর পৌরসভায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় অর্ধশতাধিক দোকান ভেঙে ফেলা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ হাওলাদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ হাওলাদার জানান, চাঁদপুর পৌরসভার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ বিপনীবাগ বাজার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। শহরের রাস্তার দুই পাশে থাকা সকল অবৈধ স্থাপনা সরিয়ে শহরকে যানজটমুক্ত করার লক্ষ্য রয়েছে পৌরসভার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ বলেন, এখন পর্যন্ত চাঁদপুরের বিপনীবাগ বাজারে প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অনেক দোকানদার স্বেচ্ছায় তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন। শহরের অন্যান্য স্থানে গড়ে ওঠা দোকানগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫