ঢাকায় শিক্ষার্থীদের জন্য সুখবর: সপ্তাহের সাত দিনই হাফ পাস

ঢাকা প্রেস নিউজ
ঢাকা মহানগরের সব বাসে শিক্ষার্থীরা এবার সপ্তাহের সাত দিনই হাফ পাস সুবিধা পাবে। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম সোমবার এ তথ্য জানিয়েছেন।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে হাফ পাস সুবিধা নিতে পারবে। ঢাকা মহানগরের সব রুট ও সব সিটি বাসে এই সুবিধা প্রযোজ্য হবে।
নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত জানিয়েছেন, ২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস সুবিধা প্রদানের দাবি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫