বগুড়া ধুনটে বিএনপির গাড়ী ভাংচুর মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ঢাকা প্রেস
মোঃ নাজমুল হাসান,বগুড়া প্রতিনিধি:-
বগুড়ার ধুনটে বিএনপি দলীয় সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের ২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে গাড়ী ভাংচুর মামলায় ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট সদর ইউনিয়নের পাকুড়ীহাটা গ্রামের ইদ্রিস আলীর ছেলে বর্তমান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম মাসুদ রানা, পূর্ব ভরনশাহী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে বগুড়া জেলা পরিষদ সদস্য ফজলুল হক, পশ্চিম ভরনশাহী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে হাসান খসরু নুপুর।
গত সোমবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালে নির্বাচনে বিএনপি দলীয় বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ধুনটে অবস্থান করা কালিন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক তার গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনায় ২০১৮ সালে ১১ ডিসেম্বর উপজেলার বেলকুচী গ্রামের রমজান আলীর ছেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে একটি ভাংচুর ও নাশকতা মামলা দায়ের করে। ওই মামলায় ৪৬ জন নামীয় সহ অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়। ওই মামলায় ক্রমিকানুসারে মাসুদ রানা ৭, ফজলুল হক ৮ এবং হাসান খসরু নুপুর ৪৩ নম্বর এজাহার ভুক্ত আসামী হিসেবে অন্তর্ভুক্ত বলে জানা যায়। সোমবার দিবাগত রাতে আসামিদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, ২০১৮ সালে সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ী ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাহার ভুক্ত আসামী হিসেবে ৩ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫