|
প্রিন্টের সময়কালঃ ০৭ মার্চ ২০২৫ ০৬:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে দোকানে ব্যবসায়ীর আত্মহত্যা


মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে দোকানে ব্যবসায়ীর আত্মহত্যা


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান, যাতে স্থানীয়দের উদ্দেশে অভিযোগ উল্লেখ রয়েছে। মৃত ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে ‘অর্পিতা সুইটস’ নামের একটি মিষ্টির দোকান পরিচালনা করতেন।
 

মঙ্গলবার (০৪ মার্চ) রাতে তিনি নিজ দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। বুধবার (৫ মার্চ) সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরির ঘরের আঁড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে কচাকাটা থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়।
 

আত্মহত্যার পুরো প্রক্রিয়া সুরজিতের চালু রাখা মোবাইল ফোনে ভিডিও ধারণ হয়েছে। এছাড়া তিনি আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান, যাতে তিনি স্থানীয়দের উদ্দেশে অভিযোগ তুলে ধরেন। চিরকুটের একাংশে তিনি লিখেছেন, ‘হে কচাকাটা বাসিন্দাবৃন্দ, ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করিতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল তাতে কোনো দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। ও বিভিন্ন কারণে অনেক হয়রানি করে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সুরজিৎ দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করছিলেন। কয়েক মাস আগে তিনি ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা স্থাপন করেন এবং সামনের রাস্তায় টেবিল-চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি শুরু করেন।
 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম জানান, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। সুসাইডাল নোটে তিনি তার মৃত্যুর জন্য কাউকে সরাসরি দায়ী করেননি। তবে মোবাইল ফোন বন্ধ থাকায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫