এস আলমের বাসভবনের সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

ঢাকা প্রেস নিউজ
বকেয়া বিনিয়োগের টাকা আদায়ের দাবিতে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ১১টি শাখার প্রায় একশ কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ব্যাংকের ৪০-৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ বকেয়া রয়েছে। এর ফলে ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। কর্মকর্তারা বলেন, "গ্রাহকেরা যখন বিষয়টি জানতে পেরেছেন, তখন তারা নিজেদের সঞ্চয় সুরক্ষিত নয় বলে মনে করছেন এবং একসঙ্গে টাকা তুলে নিতে চাইছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।"
কর্মসূচিতে বক্তব্য দেন ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, যেমন খাতুনগঞ্জ শাখার মোহাম্মদ মোস্তফা, আগ্রাবাদ শাখার মোশাররফ হোসেইন চৌধুরী এবং জুবিলী রোড শাখার আনোয়ারুল আলম। তারা জানান, এত বড় অঙ্কের টাকা একসঙ্গে ফেরত দেওয়া কোনো ব্যাংকের পক্ষে সম্ভব নয়। যদিও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আংশিক ফেরত দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
জানা গেছে, ২০০৪ সালে সিকদার গ্রুপ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর থেকে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হয়।
এর আগে ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নগরীর আছদগঞ্জে এস আলমের করপোরেট অফিসের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন।
এস আলম গ্রুপ দেশের আলোচিত-সমালোচিত শিল্পগোষ্ঠী হওয়ায় এই কর্মসূচি জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কর্মকর্তারা আশা করছেন, এই অবস্থানের মাধ্যমে বকেয়া টাকা আদায়ে দ্রুত সমাধান আসবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫