আন্তকলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

গত রোববার এআইইউবি স্পোর্টস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় একেএম রহমত উল্লাহ কলেজের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কমার্স কলেজ। এই চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
এইইউবি আয়োজিত এবারের আন্তকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। স্টামফোর্ড কলেজের ইয়াসিন ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফি জিতেছেন। ঢাকা কমার্স কলেজের সাব্বির ম্যান অব দ্য ফাইনালের ট্রফি পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় এআইইউবির রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারের আন্তকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা মহানগরীর ৩৬টি কলেজ অংশগ্রহণ করেছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫