আজ ঢাকার এক কনসার্টে গাইবেন সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ফুয়াদ

আজ বৃহস্পতিবার ঢাকার এক কনসার্টে গাইবেন সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। ফুয়াদের সঙ্গে গাইবেন তরুণ গায়ক দামির খান ও সঞ্জয়। তাঁদের নিয়ে ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে ‘দামির অ্যান্ড ফুয়াদ প্রেজেন্টস সঞ্জয়’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে রেজ মিডিয়া লিমিটেড।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ বিকেল ৫টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় পরিবেশনা শুরু করবেন শিল্পীরা। অধিকাংশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ২০০ টাকা ও ৭০০ টাকা।
গত জুন মাসে প্রকাশিত কোক স্টুডিও বাংলায় গণি পাগলের লেখা ‘দেওয়ানা’ গানের সংগীত প্রযোজনা করেন ফুয়াদ আল মুক্তাদির। আগামী সেপ্টেম্বরে কানাডায় কনসার্ট করবেন ফুয়াদ। গায়ক দামির তরুণ শ্রোতাদের কাছে পরিচিত। আরেক শিল্পী সঞ্জয়ের জন্ম সিলেটে হলেও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। এটিই বাংলাদেশে তাঁর প্রথম কনসার্ট।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫