যুবদল নেতা কিবরিয়ার পরিবারে শোকের ছায়া
পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিবরিয়ার স্বজনরা দাবি করেছেন, হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ কিবরিয়ার পল্লবীর বাড়িতে আনা হয়। এসময় বাড়িটি শোকাভিভূত হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানান, ২০১৪ সালেও দুর্বৃত্তরা কিবরিয়াকে হত্যার চেষ্টা করেছিল। তারা আশা প্রকাশ করেছেন, পুলিশের হাতে আটক আসামি জনিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
নিহত কিবরিয়ার রাজনৈতিক সহকর্মীরা তার বাড়িতে গিয়ে তাকে শেষবার দেখেন এবং হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
এর আগে, সোমবার সন্ধ্যায় পল্লবীর সি ব্লকে একটি দোকানে ঢুকে নিকট থেকে গুলি করে কিবরিয়াকে হত্যা করা হয়। বাদ আসর মরহুমের জানাযা পল্লবী ২ নং ওয়ার্ডের ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি চাঁদপুরে নেওয়া হবে এবং সেখানে দাফন সম্পন্ন হবে।
পুলিশ জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধ ছিল কি না বা এর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সংযোগ রয়েছে কি না তা জানা কিছুটা সময় নেবে। আটক আসামি জনি ইতোমধ্যেই বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছে, বলে জানিয়েছেন মিরপুরের ডিসি মাকছুদুর রহমান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫