ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘুঘুর নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। এর আগে এটি উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকা থেকে উদ্ধার করা হয়।রোববার (১৭ আগস্ট ) দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্যাপ্টেন কেএম তামীম রহমান ও ক্যাপ্টেন মুসতাহসিনা মোকাদ্দেস হৃদির নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করেন। এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার ১২ আগস্ট সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় ঘুঙুর নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছিল এই মর্টার শেলটি। পরে জেলেদের মধ্য থেকে কামাল হোসেন নামে এক ব্যক্তি বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে এটি উদ্ধার করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, উপজেলার নাগাইশ এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়। কুমিল্লা থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫