২৫ জানুয়ারি থেকে আবার চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গণভোট ও সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করার প্রয়োজনে এনআইডি সংশোধনের অধিকাংশ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে আগামী ২৫ জানুয়ারি থেকে কার্যক্রমটি পূর্ণাঙ্গভাবে পুনরায় শুরু করা হবে।
এতে নাগরিকরা সহজেই তাদের এনআইডি তথ্য সংশোধন ও হালনাগাদ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোটার তালিকায় সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করাও সম্ভব হবে বলে মনে করছে ইসি।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার তালিকা প্রস্তুতের অংশ হিসেবে গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে এনআইডি সংশোধন সেবা চালু রাখা হয়েছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬