মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে যাত্রাপুর সচেতন গ্রামবাসী মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগরে মাদক জুয়া ও ইভটিজিং রোধকল্পে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মুরাদনগর উপজেলা যাত্রাপুর বাজারে যাত্রাপুর সচেতন গ্রামবাসী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। যাত্রাপুর সচেতন গ্রামবাসী সংগঠনের সহসভাপতি শহিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও যাত্রাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আবু ইউসুফ খাঁন সঞ্চালনায় যাত্রাপুর সমাজকল্যাণ পাঠাগারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে যাত্রাপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা বলেন, উপজেলা যাত্রাপুর গ্রামের সরকারি হাসপাতালে, পূর্ব উত্তর পাড়া তেল্লা দীঘির পশ্চিম পাড়ে মালু মিয়া, তার স্ত্রী সন্তানেরা,
সাহেববাড়ী শিংগার আড়ায়, নিখিল মেম্বার বাড়ীর জঙ্গলে, ডাঃ জালালুদ্দিন বাড়ীর আশেপাশেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার একাধিক পয়েন্টে দিন রাতের আধারে মাদক বেচাকেনা ও জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। ইভটিজিং ও নারীনির্যাতনের সংখ্যা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসমস্ত সামাজিক অপরাধ কর্মকান্ড রোধকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে মাদক জুয়া ইভটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সুস্থ সুন্দর সমাজ গঠনে জনসচেতনতার বিকল্প নাই। পাশাপাশি এসমস্ত অপরাধ কর্মকান্ড বন্ধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে আমার সোনার বাংলায় মাদকের ঠাঁই নাই।চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এরকম বিভিন্ন স্লোগানে যাত্রাপুর গ্রামের বিভিন্ন সড়কে র্যালী অনুষ্ঠিত হয়। এসময় যাত্রাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও যাত্রাপুর সচেতন গ্রামবাসী সংগঠনে উপদেষ্টা কাজী হাবিবুর রহমান মাস্টার, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া, ইউপির সদস্য বাবুল দেব নাথ, ইউপির সদস্য মুহাম্মদ বাবুল মুন্সি, সাবেক ইউপির সদস্য ফুল মিয়া, পল্লী চিকিৎসক জালাল উদ্দীন, জামায়াতে ইসলামী নেতা সৈয়দ তৈয়বুর রহমান, হুমায়ূন সওদাগর, মনির ভূঁইয়া, আঃ জলিল সওদাগর, সৈয়দ বাছির, সৈয়দ শিরাজুল ইসলাম, সৈয়দ মাহফুজুর রহমানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫