|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ

ইয়াবা ট্যাবলেটসহ নগরকান্দায় তরুণ-তরুণী গ্রেপ্তার


ইয়াবা ট্যাবলেটসহ নগরকান্দায় তরুণ-তরুণী গ্রেপ্তার


রিদপুরের নগরকান্দায় ইয়াবা ট্যাবলেটসহ জয়নুল উদ্দিন বাপ্পী (২৫) নামে এক তরুণ ও শাহিনা আক্তার বেলী (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামের মো. মধু শেখের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে ওই তরুণ-তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জয়নুল উদ্দিন বাপ্পী কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা গ্রামের নুর হোসেনের ছেলে আর শাহিনা আক্তার বেলী চকরিয়া থানার চকরিয়া গ্রামের দিল মোহাম্মাদের মেয়ে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া তরুণ-তরুণী কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে নগরকান্দায় সরবরাহ করতো। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫