|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৮ অপরাহ্ণ

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ২৩


থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ২৩


অনলাইন ডেস্ক:-

 

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস ব্রেক ফেইল করে উঁচু রাস্তা থেকে নিচে পড়ে যাওয়ার কারণে এই হতাহতের ঘটনা ঘটে।
 

বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, বাসটিতে প্রায় ৪৯ জন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে সবাই প্রাপ্তবয়স্ক। দুর্ঘটনাটি ঘটে যখন বাসটির ব্রেক ফেইল করে এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
 

থাই পুলিশ সূত্রে জানা গেছে, সড়কটি উঁচু ছিল এবং বাসটি উল্টে যাওয়ার আগেই চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনায় যারা মারা গেছেন, তাদের সবাই থাই নাগরিক ছিলেন।
 

থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
 

থাইল্যান্ডে যানবাহন নিরাপত্তা মানদণ্ডের দুর্বল প্রয়োগ ও খারাপ সড়ক রক্ষণাবেক্ষণের কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা প্রায়শই ঘটে। ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৭৫টি সদস্য দেশের মধ্যে নবম স্থানে রয়েছে।
 

গত বছরও, একটি স্কুল বাসে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে ১৬ শিক্ষার্থীসহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫