|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৫ অপরাহ্ণ

পূর্ণাঙ্গ সংস্কারের পরেই নির্বাচন হবে: জামাত ইসলামী


পূর্ণাঙ্গ সংস্কারের পরেই নির্বাচন হবে: জামাত ইসলামী


সম্পূর্ণ সংস্কারের পরেই নির্বাচন চায় জামাত ইসলামী বাংলাদেশ। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে এই দাবিটি তুলে ধরেন।
 

মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের জানান, জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী হওয়া চলবে না, তাই প্রথমে স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

তিনি বলেন, "নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হয়, তাহলে অবশ্যই সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। নো ইলেকশন উইদাউট রিফরম।"
 

বৈঠকে জামাত ইসলামী ৩০টি দাবির একটি তালিকা নির্বাচন কমিশনের কাছে দাখিল করে।
 

যখন সাংবাদিকরা জানতে চান, "নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আপনি এর সঙ্গে একমত কি না?", মিয়া গোলাম পরোয়ার বলেন, "দিন-তারিখ কোনো বিষয় নয়। আগে সম্পূর্ণ সংস্কার করতে হবে, তারপর নির্বাচন।"
 

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনাররা। জামাতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হামিদুর রহমান আজাদ, মতিউর রহমান আকন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট কামাল উদ্দিন এবং এডভোকেট ইউসুফ আলী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫