|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৯ অপরাহ্ণ

দীর্ঘ বিরতিতে যাচ্ছেন মিউনিখে অ্যাডেল


দীর্ঘ বিরতিতে যাচ্ছেন মিউনিখে অ্যাডেল


জার্মানির মিউনিখে অ্যাডেলের শো শেষ হলো গত শনিবার। ভক্তরা প্রত্যাশায় রয়েছে লাস ভেগাসের শোয় তাকে দেখার জন্য। সময় কিঞ্চিত বদল হলেও লাস ভেগাস যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ভক্তদের জানালেন এক দুঃসংবাদও।

 

জার্মানির মিউনিখ শহরের মেসে অ্যারেনায় ৮০ হাজার দর্শকের সমাগমের মাঝেই হঠাৎ ভক্তদের এমন দুঃসংবাদ দিলেন গায়িকা। জানালেন, দীর্ঘ বিরতিতে যাচ্ছেন তিনি। অর্থাৎ সহসা তাঁকে আর গানের স্টুডিও কিংবা মঞ্চে পাওয়া যাবে না। যদিও কত দিনের জন্য বিরতি নিচ্ছেন, তা নিশ্চিত করেননি ‘হ্যালো’ গায়িকা। তিন বছর ধরে ‘রেসিডেন্সি’ কনসার্ট ট্যুরে রয়েছেন অ্যাডেল।


এ প্রসঙ্গ ধরেই শনিবার মিউনিক কনসার্টে তিনি বলেন, ‘এটাই আমার সব চেয়ে দীর্ঘ কনসার্ট ট্যুর। এটা শেষে (এই ট্যুরের আর ১০টি শো বাকি আছে) তোমাদের সঙ্গে অনেক দিন আর দেখা হবে না। বিরতির পুরোটা সময় আমি তোমাদের হৃদয়ে গেঁথে রাখব। আর কল্পনা করব এই কনসার্টগুলোর কথা। এই ট্যুর অসাধারণ ছিল। এখন আমার বিশ্রাম প্রয়োজন। সাত বছর ধরে নতুন একটা জীবন গড়ে তুলেছি এবং সে জীবনটা এখন যাপন করতে চাই।


কথাগুলো বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন অ্যাডেল। তাঁর আচমকা এই ঘোষণায় ভক্তরাও হয়েছে অবাক ও বিষণ্ন। ২০২২ সালের পর থেকে অ্যাডেলে লাস ভেগাস ও মিউনিখে বিশেষ শো সিরিজ শুরু করেন। ১০০টি শো নিয়ে চলা এ সিরিজ আগামী নভেম্বরে শেষ হতে যাচ্ছে। এর মধ্যেই মিউনিখ পর্ব শেষ। আর ১০টি শো হবে লাস ভেগাসে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫