|
প্রিন্টের সময়কালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের চরাঞ্চলে ১৬ বছর পর বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত


মুন্সীগঞ্জের চরাঞ্চলে ১৬ বছর পর বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত


মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

 

দীর্ঘ ১৬ বছর পর মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে অবস্থিত মোল্লাকান্দি ইউনিয়নে কর্মিসভা করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেল ৪টায় চরডুমুরিয়া বাজারের ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
 

সভায় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে তারা জেলার কোথাও সভা-সমাবেশ করার সুযোগ পাননি, বিশেষ করে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বাধার সম্মুখীন হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মিসভা আয়োজনের সুযোগ পাওয়ায় শত শত নেতাকর্মী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এতে অংশ নেন।
 

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ বলেন, "আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে হামলা-মামলা, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন। সন্ত্রাসী বাহিনীর হামলায় তাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অনেকে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন এবং বছরের পর বছর মানবেতর জীবনযাপন করেছেন।"
 

সমাবেশে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, বিএনপি নেতা আতোয়ার হোসেন আতিক মল্লিক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, কামালউদ্দিন আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫