|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুন ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ

প্রাণ ও রানার গ্রুপ ছাড়বে ৫৩০ কোটি টাকার বন্ড


প্রাণ ও রানার গ্রুপ ছাড়বে ৫৩০ কোটি টাকার বন্ড


ন্ড ছেড়ে শেয়ারবাজারের মাধ্যমে ৫৩০ কোটি টাকা তুলবে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ও রানার অটোমোবাইলস। কোম্পানি দুটিকে বন্ড ছেড়ে এ অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সোমবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি জানিয়েছে, প্রাণ অ্যাগ্রো বন্ড ছেড়ে বাজার থেকে ২৬২ কোটি ৫০ লাখ টাকা তুলবে। আর রানার অটোমোবাইলস তুলবে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানি দুটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে এ বন্ড বিক্রি করা হবে। বন্ডের প্রতিটি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।

বিএসইসি আরও জানায়, প্রাণ অ্যাগ্রো বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকায় নিজেদের কার্যালয় স্থাপন, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ও পুনঃ অর্থায়ন খাতে খরচ করা হবে। এ বন্ডের কুপন হার নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৮৮ শতাংশ। এ বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটি মেয়াদের মধ্যে স্থানান্তর বা হাতবদল করা যাবে। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ড বা বিকল্প লেনদেন বোর্ডে তালিকাভুক্ত হবে।


এ ছাড়া রানার অটোমোবাইলস বন্ড ছেড়ে যে অর্থ সংগ্রহ করবে, তা দিয়ে কোম্পানির গ্রাহকদের গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ–সুবিধা দেওয়া হবে। কোম্পানিটি জানিয়েছে, কিস্তি সুবিধায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), সিএনজি ও বিদ্যুৎ-চালিত তিন চাকার বা থ্রি-হুইলার গাড়ি বিক্রি করতে এ বন্ড ছাড়া হচ্ছে। 

পাশাপাশি বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি চার মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পও চালু করবে।

রানার অটোমোবাইলস জানিয়েছে, ক্রেতাদের কাছে কিস্তি সুবিধায় থ্রি-হুইলার গাড়ি বিক্রির জন্য বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের এটিই প্রথম উদ্যোগ। বন্ডের মাধ্যমে কোম্পানিটি যে অর্থ সংগ্রহ করবে, তার জন্য বছরে সাড়ে ৮ থেকে ৯ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। এ বন্ডের মেয়াদ হবে সাত বছর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫